*** This Blog Upgrading in Process. Stay with Us. Thanks Everyone

5 Business Idea


লাভজনক ব্যবসা আইডিয়া

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি? ঘরে বসে কি ব্যবসা করা যায়? এমন অনেক ধরনের কথা লিখে আমরা সচারচর গুগলে সার্চ দেই। গতানুগতিকভাবে আমরা সবাই ছোট বা বড় চাকরি করি। কিন্তু অনেকেই আছেন যারা অন্যর অধীনে কাজ করতে পছন্দ করেন না। 
স্বাধীনভাবে কাজ করতে ভালবাসেন। বর্তমান সময়ে তরুণরা ব্যবসায়িক কাজে বেশ ঝুঁকে পড়েছেন।
আপনি যদি কার অধীনে কাজ না করে নিজেই নিজের ব্যবসা শুরু করে দিতে চাব, তাহলে আপনাকে  এরকম কিছু ব্যবসার আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি স্বল্প পুঁজি নিয়ে নিজেই নিজের ব্যবসা শুরু করে দিতে পারেন।  

১। কাপড়ের ব্যবসা 

কাপড়ের ব্যবসা অনেক পুরনো ব্যবসা। যদিও এইটা প্রায় অনেকেই করে বা করছে। বাজারে ত একইধরনের ব্যবসা অনেকেই করছে, তাই বলে কি ঐ ব্যবসা আর অন্য কেউ করছে না? করছে তবে সবাই একই ব্যবসা করলেও সবার কাস্টমার একই নয়।ভাল সার্ভিস এর মাধ্যমে সবাই সবার কাস্টমারকে ধরে রাখে। এই ব্যবসা শুরু করার জন্য মোটামোটি ভাল  পরিমান পুঁজির প্রয়োজন আছে। বাংলাদেশের যেসব জায়গায় ভালমানের পণ্য পাইকারিতে পাওয়া যায় সেসব জায়গা থেকে আপনি কাপড় সংগ্রহ করতে পারেন।

গুলিস্তান , পুরানঢাকার ইসলামপুর, গাউছিয়া, নিউমার্কেট  এ ছাড়াও অনেক পাইকারি মার্কেট থেকে আপনারা কাপড় সংগ্রহ করতে পারবেন।  নিজের বাসা থেকে অনলাইন এর মাধ্যমে পরিশ্রম করে এই ব্যবসায় লাভবান হওয়া সম্ভব।

২। আঁচার ব্যবসা

যারা বাসায় বিভিন্ন ধরনের নিত্য নতুন আইটেম রান্না করতে পছন্দ করে তাদের জন্য এটি স্মার্ট একটি ব্যবসা। আঁচার বাংলাদেশের মানুষের কাছে একতা প্রচলিত এবং জনপ্রিয় খাবার। এটা অনেক মুখরোচক খাবার এটা আমারা সবাই জানি। 

আমাদের সবার সংগ্রহে কমবেশি আঁচার থাকে। আপনি যদি ছোট কিছু করতে চান তবে এই ব্যবসা আপনার জন্য। এর জন্য খুব বেশি পুঁজিরও প্রয়োজন হয় না। 
বিভিন্ন মৌসুমে যে ফলগুলো সহজলভ্য থাকে আপনি সেগুলো দিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন।
ভালমানের আঁচার কাস্টমার এর কাছে পৌছাতে পারলে এই ব্যবসায় লাভবান হওয়া সম্ভব।

৩। স্টেশনারি ব্যবসা

স্টেশনারি ব্যবসা অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা। যেসব এলাকায় স্কুল, কলেজ বেশি রয়েছে সেসব এলাকায় এই ব্যবসা করে ভাল আয় করা সম্ভব। 

এছাড়াও বিভন্ন ধরনের কর্পোরেট অফিসে কমবেশি অনেক ধরনের স্টেশনারি প্রয়োজন হয়, একটু পরিশ্রম করে কয়েকটি অফিসকে কাস্টমার করে নিলে স্থায়ী একটা ইনকাম প্রতিমাসে আসতে থাকবে। আজকাল অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি ও মার্কেটিং অনেক সহজেই করা যায়।

৪। টিশার্ট প্রিন্টিং ব্যবসা

বর্তমানে ছেলে-মেয়ে সবার কাছে টিশার্ট এর চাহিদা রয়েছে। আপনার যদি ডিজাইন সম্পর্কে মোটামোটি আইডিয়া থেকে তবে এই ব্যবসা আপনার জন্য।

বাজার থেকে এক কালার এর টিশার্ট কিনে তাতে আকর্ষণীয় ডিজাইন প্রিন্ট করে সেগুলো ভাল দামে বিক্রি করা যায়। 

বিভিন্ন ছাত্র সংগঠন , ইভেন্ট মেনেজমেন্ট কোম্পানি গুলোকে আপনার কাস্টমার বানাতে পারেন। এক্ষেত্রে একটি ভালোমানের প্রিন্টার, একটি হিট মেশিন হলেই এই ব্যবসা শুরু করা যায়।

৫। ইউটিউব চ্যানেল 

এটি মজার একটি বিজনেস আইডিয়া। আঁচার ব্যবসা এবং চ্যানেল ব্যবসা দুটোই যদি একসাথে করা যার তাহলে কেমন হয়? নিশ্চয় ভাল । কেননা এর জন্য আপনাকে আলাদাভাবে খুব বেশি পরিশ্রম করতে হবে না।

আপনি যেই আঁচার তৈরি করবেন তা শুধু ভিডিও করবেন। এইবার এই ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন। 

আপনার আঁচার ব্যবসা হবে, আর ইউটিউবে আপনার আঁচারের প্রচার হবে , সেই সাথে চ্যানেল থেকেও ইনকাম হবে।



ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার এর পোস্টটি পড়েছেন। আবারও হাজির হব অন্য কোন ব্যবসা আইডিয়া নিয়ে।
 

কোন মন্তব্য নেই

caracterdesign থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.