*** This Blog Upgrading in Process. Stay with Us. Thanks Everyone

Graphics Design



গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স বলতে আমরা বুঝি দৃশ্যমান বস্তু যা আর্ট, কল্পনা এবং প্রকাশ দ্বারা গঠিত হয়। আর ডিজাইন হলো একটি কাঠামো। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে, নিজের কল্পনা শক্তিকে একটি কাঠামোতে রূপদান করাকে গ্রাফিক্স ডিজাইন বলে। একইভাবে বিভিন্ন ধরনের টেক্সট,সেপ,ছবি নিয়ে কম্পিউটার এর মাধ্যমে (সফটওয়্যার এর সাহায্য) যখন একটি নির্দিষ্ট কাঠামো ডিজাইন করা হয় তখন তাকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন বলে। 

বিঃদ্রঃ- গ্রাফিক্স ডিজাইন এর সংজ্ঞা অনেকেই অনেক ভাবে দিয়েছেন।


গ্রাফিক্স ডিজাইন এর সফটওয়্যার?

গ্রাফিক্স ডিজাইন এর অনেক সফটওয়্যার রয়েছে। কাজের ভিন্নতার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকেন। তবে সবচেয়ে বহুল আলোচিত ও ব্যবহৃত দুইটি সফটওয়্যার হচ্ছে- 
১। এডোবি ফটোশপ                      ডাউনলোড লিঙ্ক
২। এডোবি ইলাস্ট্রেটর                   ডাউনলোড লিঙ্ক

এই সফটওয়্যার গুলোর বিভিন্ন ভার্সন রয়েছে। আপনি চাইলে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিতে পারেন।

সফটওয়্যার গুলোর অন্যান্য ভার্সন এর জন্য এখানে...





কোন মন্তব্য নেই

caracterdesign থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.